Tue. Oct 21st, 2025
Advertisements

খোলাবাজার ২৪, শুক্রবার ,২৬জুলাই,২০১৯ঃ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ফুটবলে টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচগুলোতে দারুণ পারফর্ম করছে ম্যানইউ। এদিন টটেনহ্যামের বিপক্ষে খেলার প্রথমার্ধেই লিড পায় তারা।

ম্যাচের ২১তম মিনিটে রেড ডেভিলসদের হয়ে গোলটি করেন অ্যান্থনি জর্ডান। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি টটেনহ্যাম।

ম্যাচের ৬৫তম মিনিটে টটেনহ্যামের হয়ে সমতায় ফেরানোর গোলটি করেন লুকাস মুরা। আর ৮০তম মিনিটে ম্যানইউর হয়ে জয় সূচক গোলটি করেন অ্যাডিলসন গোমস।