Tue. Oct 21st, 2025
Advertisements

খোলাবাজার ২৪, শুক্রবার ,২৬জুলাই,২০১৯ঃ  টসে জিতে ব্যাটিং নিয়ে টপ অর্ডার ব্যাটসম্যানদের দাপটে ৩১৪ রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। কুশল ১১১ রান করে দলের বড় সংগ্রহের ভীত গড়ে দেন। এরপর করুনানত্নে, মেন্ডিস, ম্যাসুথসহ বাকি ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।

শুরুতে খুব একটা চেপে ধরতে না পারলেও শেষের দিকে টাইগার বোলাররা জ্বলে উঠেছিলেন। শেষ ওভারে সিলভাকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন শফিউল।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা:৩১৪/৮ (৫০ ওভার) (ফার্নান্দো ৭, করুনারত্নে ৩৬, কুশল ১১১, মেন্ডিস ৪৩, ম্যাথুস ৪৮, থিরিমান্নে ২৫, থিসারা ২, সিলভা ১৮, মালিঙ্গা ৬*, প্রদিপ ০*; শফিউল ৯-০-৬২-৩, মিরাজ ৯-০-৫৬-১, রুবেল ৯-০-৫৪-১, মোসাদ্দেক ৭-০-৪৫-০, মুস্তাফিজ ১০-০-৭৫-২, সৌম্য ৫-০-১৭-১, মাহমুদউল্লাহ ১-০-৪-০)