খোলাবাজার ২৪,বুধবার,৩১জুলাই,২০১৯ঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছিল শিশু আদিবকে (৮)। কিন্তু চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয় তার। আজ বুধবার সকাল ৯ টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এ ঘটনা ঘটে।
আদিবের বাবার নাম সাকিল আহমেদ। তারা ১৭৪ উত্তর মুগদার বাসিন্দা। জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত আদিবকে দ্রুত শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক জানান, শিশুটিকে একেবারে লাস্ট স্টেজে হাসপাতালে আনা হয়েছিল।চিকিৎসা শুরুর আগেই সে মারা গেছে।