জয়পুরহাট সদর উপজেলার সগুনা গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে।
নিহত জাহিদুল ইসলাম একই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি এসএম সিদ্দিকুর রহমান জানান, ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে মশা নিধনের জন্য জাহিদুল ইসলাম হাঁসুয়া দিয়ে তার বাড়ির পাশের ঝোপ-জঙ্গল কেটে পরিষ্কার করছিলেন। ওই সময় অসাবধানতাবশত: সেখানে পড়ে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে তার হাতের হাঁসুয়ার স্পর্শ লাগলে জাহিদুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন।
দ্রুত উদ্ধার করে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।