খােলাবাজার ২৪, রবিবার,১৮আগস্ট ,২০১৯ঃ বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য দ্বিতীয় দিনে প্রার্থীরা মিছিল নিয়ে ফরম তুলতে আসছেন। এ সময় অনুসারীরা সবাই যার যার ভাইয়ের পক্ষে স্লোগান দিচ্ছেন।রোববার (১৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফরম বিতরণ চলে। বিএনপির ভ্যানগার্ড হিসেবে খ্যাত জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর।
কাউন্সিল উপলক্ষে শনিবার থেকে নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সকালে মনোনয়ন সংগ্রহ করতে আসেন পিরোজপুরের কৃতী সন্তান ষষ্ঠ কাউন্সিলের সভপতি প্রার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাএ নেতা দলের দূর সময়ের কান্ডারি বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাএদলের প্রচার সম্পাদক জনাব জুয়েল মৃধা কর্মীদের স্লোগানের সাথে আফিসে প্রবেশ করেন।
খোলা বাজারকে তিনি জানান,অতীতে দলকে ফেলে যেমন কখনো পিছু হটেননি ভবিষৎতে ও তেমনি দলের সুখে দু:খে সব সময় দলের সাথে থাকার প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি আর ও বলেন,আমি সবার দোয়া চাই আশা রাখছি সকলে আমার সাথে থাকবেন, আপনাদের সমার্থন,মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করছি
অন্যদিকে পিরোজপুরেরে আর এক গৌরবময় সন্তান ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক ও ষষ্ঠ কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ, ২০১৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা সিরাজুল ইসলামকে হত্যা করার উদ্দেশ্যেই পুলিশ গুলি চালায়! সিরাজুল ইসলাম সিরাজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-গন শিক্ষা সম্পাদক, এই ছাত্রনেতা স্কুল ও কলেজ জীবনে ছিলো পিরোজপুর ছাত্রদলের পরিচিত মুখ।
সিরাজুল ইসলাম সিরাজ খোলাবাজার ২৪. জানান, আমি সবার দোয়া চাই, আমার চলার পথের অনুপ্রেরণা। দীর্ঘ চলার পথে যদি কখনো কোন ভুল করে থাকি,রাজনৈতিক ভুল বুঝাবুঝি হয়ে থাকে,আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করবো,বড় ভাই,ছোট ভাই,সহযোদ্ধা,বন্ধু হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত কাউন্সিলর বৃন্দ ও সহযোদ্ধা ভাইয়েরা, আপনাদের নিকট,আকুল আবেদন থাকবে,আমি সিরাজুল ইসলাম ।সদ্য সাবেক সহ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ। আপনাদের বিবেচনায়,কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক পদে যদি যোগ্য বিবেচিত হই,তাহলে আপনাদের ভোট, সমর্থন ও ভোট প্রত্যাশা করবো। আমি কথা দিচ্ছি, আপনারা আমাকে ভোট দিন.. আমি,আপনাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বপ্নের ছাত্রদল উপহার দিব,ইনশাআল্লাহ।
মনোনয়ন ফরম বিতরণের সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শামসুজ্জামান দুদু বলেন, যখন একাত্তর সালের অর্জিত অধিকার ভূলুণ্ঠিত, যে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে মিথ্যা মামলায় অবিচারে কারাগারে বন্দি করে রাখা হয়েছে, আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশ মানুষ যাকে মনে করেন সেই নির্যাতিত নেতা তারেক রহমান স্বাচ্ছন্দে বাংলাদেশে থাকতে পারছেন না, হাজার হাজার নেতাকর্মী হয় জেলে না হয় গুমের মধ্যে মৃত্যুর মুখোমুখি, প্রায় ২৬ লক্ষ মামলা নিয়ে যখন নেতাকর্মীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন, যে দেশে কৃষক ও শ্রমিক তার ঘামের ন্যায্যমূল্য পায় না, যে দেশে কুরবানির চামড়া রাস্তায় ফেলে দেওয়া হয়, যে দেশের নারী তার মর্যাদা নিয়ে থাকতে পারে না- ঠিক এমনই এক মুহূর্তে ছাত্রদল মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন সম্ভাবনাময় দিন সৃষ্টির লক্ষ্যে নির্বাচন করছে।
পুনঃতফসিল অনুযায়ী ১৯ ও ২০ আগস্ট মনোনয়নপত্র জমা নেয়া হবে। ৩১ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২২-২৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, এর আগে ১৫ জুলাই ছাত্রদলের কাউন্সিলের ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বয়সসীমা নিয়ে সংগঠনের একটি অংশের টানা আন্দোলনের কারণে কাউন্সিল হয়নি।