
গতকাল মঙ্গলবার রাতে নরসিংদী শহরের বাসাইল মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরিদ (৪২) নরসিংদী শহরের কাউরিয়াপাড়া মহল্লার সিদ্দিক মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম বার) এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এ অভিযানের ধারাবাহিকতায় গোয়েন্দা তৎপরতায় চিহ্নিত সন্ত্রাসী ফরিদ মিয়ার অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। মঙ্গলবার রাতে শহরের বাসাইল মহল্লা হতে তাকে গ্রেফতার করি। এসময় তার দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়৷ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ ১০ এর অধিক মামলা রয়েছে। পিস্তল ও গুলিসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।