
শহর শাখার সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহার উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা,জেলা হিন্দু মহাজোট সভাপতি সুব্রত কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, নরসিংদী শাখা ইসকনের অধ্যক্ষ প্রহল্লাদ দাস, সদর শাখা পূজা উদযাপন কমিটির সভাপতি নারারণ সাহা মেম্বার ও নরসিংদী শহর শাখা পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার মোদক।
আলোচনা সভা শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন।
পরে গোপীনাথ জিউর আখড়াধাম থেকে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিভিন্ন শান্তির বাণী সম্বলিত ব্যানার ফেস্টুন সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ধর্মীয় ভাবগাম্বীর্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় আখড়াধামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাকালে জেলা পুলিশ বিভাগ আইন শৃংখলা রক্ষার্থে আগে থেকেই প্রশংসনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।