
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর বারবার সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের বিচার চেয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা নুরের নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানিয়েছে।
মানববন্ধনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসানুল হক বান্না বলেন, ডাকসুর ভিপির ওপর হামলা হয়েছে। আপনারা জানেন কে বা কারা হামলা করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচারের আবেদন করছি।
হাসানুল হক বান্না বলেন, আপনারা দেখেছেন বর্তমানে প্রতিটি হামলার সঙ্গে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ জড়িত। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, তিনি যেন নুরুল হক নুরকে নিরাপত্তা দেন এবং দোষীদের শাস্তির আওতায় আনেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত তাবাসসুম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি যদি হামলার শিকার হতে পারেন, সেখানে আমরা কেউ নিরাপদ না। ভিপি আক্রান্ত হয়েছেন তাঁর নিজের এলাকাতে। কাল আমরা আমাদের এলাকায় হামলার শিকার হতে পারি।
এ সময় হামলাকারীদের বিচার দাবি করে নুসরাত বলেন, যদি এদের বিচার না করা হয় তাহলে এই সন্ত্রাসীদের সাহস বেড়ে যাবে। তারা বারবার সন্ত্রাসী কার্যক্রম চালাতে সাহস পাবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সোহরাব হোসেন, শেখ এ্যামিলি জামাল, আকরাম হোসেন, নাহিদ ইসলাম, রামিমসহ বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী।