খােলাবাজার ২৪, শনিবার ,৩১ আগস্ট ,২০১৯ঃতোফাজ্জল হোসেনঃ নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগীতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে সংরক্ষিত আসনের মহিলা এমপি তামান্না নুসরাত বুবলী বলেন বর্তমান সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশন গুরুত্বর্পর্ন ভূমিকা পালন করছে। ৩১ আগষ্ট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম বশির এর সঞ্চালনায় জনবন্ধু লোকমান হোসেন পৌর স্কুলে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাটিরপাড়া কে কে ইনষ্টিটিউশন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নূর হোসেন ভূইয়া। বিতর্ক প্রতিযোগীতার বিষয় ছিল “দুর্নীতি দমনে শিক্ষার্থীদের ভূমিকা অধিক”। প্রতিযোগীতায় মডারেটরের দায়িত্ব পালন করেন প্রফেসর সূর্য্যকান্ত দাস,বিচারকের দায়িত্ব পালন করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালকএস এম সাহিদুর রহমান,মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক সুলতানা রাজিয়া,অধ্যক্ষ অহিভুষণ চক্রবর্তী। বিতর্ক প্রতিযোগীতায় বিষয়ের পক্ষে বক্তব্য রাখেন তৈয়ব,তানজিন ও দলনেতা আইভী এবং বিপক্ষে বক্তব্য রাখেন আফসানা,ইয়াছিন ও দলনেতা জেসমিন। বিতর্ক প্রতিযোগীতায় বিপক্ষ দল জয়লাভ করে এবং শ্রেষ্ঠ দলনেতা নির্বাচিত হন বিপক্ষ দলের জেসমিন। প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর পর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনেরসমন্বিত জেলা কার্যালয়ঢাকা-২ এর উপ-পরিচালক এস এম সাহিদুর রহমান,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুলতানা রাজিয়া,অধ্যক্ষ নূর হোসেন ভূঞা,নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাসুদ মাহমুদ,গ্রামীণ দর্পণের সম্পাদক কাজী আনোয়ার কামাল,কাউন্সিলর ইয়াসমিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তামান্না নুসরাত বুবলী এমপি আরো বলেন নরসিংদীর সবার সাথে আমার বিনি সুতার মালার মত সম্পর্ক রয়েছে। নরসিংদীর উন্নতির জন্য আমার স্বামী মেয়র লোকমান হোসেন দিনরাত পরিশ্রম করে নরসিংদী শহরকে একটি আধুনিক মডেল পৌরসভায় রুপান্তর করার আপ্রাণ চেষ্টা করে গেছেন। কিন্তু তিনি তা পারলেন না। তাকে হত্যা করে আমাকে বিধবা এবং আমার সন্তানদের পিতৃহারা করল।আমি মেয়র লোকমানের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। তিনি আরো বলেন আমার স্বামীর নামে স্থাপিত স্কুলটির উন্নয়নের জন্য আমি শিক্ষা মন্ত্রীর সাথে কথা বলেছি। শিক্ষা মন্ত্রী আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পর স্কুলটির উন্নয়নে সহযোগীতা করবেন। প্রধান অতিথি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন আমি আশা করি তোমরা আগামী দিনে ভাল মানুষ হয়েদেশকে দুর্নীতি,মাদকমুক্ত সমাজ গঠনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বিতর্ক প্রতিযোগীতার আয়োজক নরসিংদী দুর্নীতি প্রতিরোধ কমিটির সকলের ভুয়শী প্রশংসা করে বলেন আপনাদের বিভিন্ন পদক্ষেপের কারনে একদিন নরসিংদী দুর্নীতিমুক্ত হবে, সেদিন আর বেশি দুরে নয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির যে কোন কাজে আমি আপনাদের পাশে আছি।