Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, শনিবার ,৩১ আগস্ট ,২০১৯ঃবানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেষ হয়েছে। বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন মাঠে গতকাল শনিবার বিকেলে ওই ক্যাম্প সমাপ্ত করা হয়। মোট ১৩ টি বিভাগে সাড়ে আট হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসা, প্রাথমিক পরীক্ষা নিরিক্ষাসহ ঔষধ দেওয়া হয়। বিভিন্ন বিভাগের ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ওই সেবা প্রদান করেন। এর আগে গত বৃহস্পতিবার ওই ক্যাম্পের উদ্বোধন করেন বরিশাল -২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। উদ্বোধনী বক্তৃতায় মো. শাহে আলম বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্নে সোনার বাংলা বিনির্মানে রিলস ভাবে কাজ করে দেশকে বিশে^ উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত খেটে খাওয়া সাধারন মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার পদক্ষেপকে স্বার্থক করতে এ আয়োজন। বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই এসোসিয়েশন ওই ক্যাম্পের আয়োজন করে। সংসদ সদস্য শাহে আলম এসাসিয়েশনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেইন(অব) এম এ জব্বার, স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. রফিকুল ইসলাম দীপু, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেরস ডা. এবাদুর রহমান চৌধূরী, উপজেলা চেয়ারম্যান মো. গোলাম ফারুক, ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ, বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সম্পাদক মাওলাদ হোসেন সানা, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জামাল হোসেন, বানারীপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রতকুন্ড, সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, ওসি মো. খলিলুর রহমান প্রমুখ। ওই ক্যাম্পে তিন দিন ব্যাপী চিকিৎসার পাশাপাশি প্রয়োজনী ঔষধ প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়ীত্ব পালন করেন।