
সম্প্রতি ১৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন। আরোহীদের দেখে আপনার চোখ কপালে উঠবে। গাড়ির সামনে বসে রয়েছে দুজন। তারা মোটরসাইকেলের মালিকের সন্তান। রয়েছে তাদের পোষ্যও। পিছনে আরও তিন সন্তান। যিনি গাড়ি চালাচ্ছেন তিনি পরিবারের প্রধান এবং তার কোমর জড়িয়ে বসে রয়েছেন স্ত্রী।মোটরসাইকেলের পাশে রয়েছে একটি সারমেয়। টুইটারে এই ভিডিওটি পোস্ট করেন এক ব্যক্তি। নেটিজেনদের টাইমলাইনে জায়গা করে নেয় ভিডিওটি। মুহূর্তের মধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় হয়ে যায় ভাইরাল। ইতিমধ্যে প্রায় কুড়ি হাজার ভিউ হয়ে গেছে ওই ভিডিওটি। সকলেই যখন প্রশ্ন করছেন কীভাবে যাচ্ছে তারা?
তবে ওই আরোহী কিংবা মোটরচালককে দেখে তাদের অসুবিধা হচ্ছে বলে বোঝা যাচ্ছে না। নেটিজেনরা এই ভিডিও দেখে হাসিঠাট্টায় মেতেছে। কেউ কেউ বলছেন, ওই গাড়ির কোম্পানির নাকি সত্যিই ভারবহনের ক্ষমতা রয়েছে। আবার কেউ কেউ প্রশ্ন করছেন, এই মোটরসাইকেলটি নিয়ে লাদাখে যাওয়ার জন্য ভাড়া পাওয়া যাবে? মোটরসাইকেলে চড়ে যাওয়া ওই পরিবার নাকি প্রকৃত অর্থে সুখী বলেই দাবি নেটিজেনদের।
ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন-