
সোমবার গভীর রাতে এঘটনা ঘটে।
নিহতের চাচা ডাঃ মাসুদ মিয়া জানান, আমার ভাইকে বাঁচাতে গিয়ে ডাকাতের ছুড়িকাঘাতে প্রাণগেল আমার ভাতিজা রেজাউল করিম বিজয়ের। ডাকাতের ছুড়িকাধাতে ও দাড়ালো অস্ত্রের কোপে গুরতর আহত হয়ে ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। গতকাল রাতে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী গ্রামে ডাকাতিকালে এ ঘটনা ঘটে।
নিহতের চাচা ডাঃ মাসুদ মিয়া জানান, আমার ভাইকে বাঁচাতে গিয়ে ডাকাতের ছুড়িকাঘাতে প্রাণগেল আমার ভাতিজা রেজাউল করিম বিজয়ের। ডাকাতের ছুড়িকাধাতে ও দাড়ালো অস্ত্রের কোপে গুরতর আহত হয়ে ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। গতকাল রাতে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী গ্রামে ডাকাতিকালে এ ঘটনা ঘটে।
বাড়ির লোকজন জানায়, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে ডাকাতদল।খবর পেয়ে রাতেই পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা জনপ্রতিনিধি ও পলাশ থানার ওসি শেখ নাসির উদ্দিন ঘটনাস্থলে ছুটে যান।
পলাশ থানার ওসি শেখ নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। ডাকাতদের ধরার জন্য পুলিশ অভিযানে নেমেছে। নিহত রেজাউল করিম বিজয় বুদ্ধি প্রতিবন্ধী ।