
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা।
ড. কামাল হোসেন বলেন, বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
জানা গেছে, বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা, লুটপাট ও দুর্নীতি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়টি স্থান পেয়েছে।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।
ঐক্যফ্রন্টের নেতারা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ রাষ্ট্রদূত, কানাডার উপ-রাষ্ট্রদূত ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।