Mon. Oct 20th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, শুক্রবার, ৬সেপ্টেম্বর, ২০১৯ঃ আব্দুল আউয়াল, বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে খেজুরবাড়ী আবাসন প্রকল্পের ১০ টি ঘর ভস্মিভূত হয়েছে। শুক্রবার সকালে হঠাৎ করে আগুন  জ্বলতে দেখে স্থানিয় বাসিন্দারা ডাক চিৎকার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ইতোমধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দিলে বানারীপাড়া ফায়ারসার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ইতোমধ্যে মো. ফিরোজ, ফারুক হোসেন, সালাউদ্দিন, এনায়েত হোসেন, সমীর, ইউনুচ, রেনু বেগম, জামাল হোসেন, নজরুল ইসলাম,আব্দুল জব্বারের ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।
এসময় ফায়ার সার্ভিসের ইনিট লিডার আব্দুর রশিদ,ফায়ারম্যান আ.জলিল, বজলুর রহমান ও বরুনকৃষ্ণ আহত হয়েছেন। ইউনুচের ঘরে ৪০ হাজার নগদ টাকা রেনুর স্বর্নালংকার ও প্রায় সবঘরে থাকা ফ্রিজ টেলিভিশনসহ সর্বস্ব পুড়েগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে। ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা। খবর পেয়ে বরিশাল -২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর জন্য প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তার পক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা লুঙ্গি বিতরন করেন। ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ জানান এমপি সাহেবের ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর জন্য বলেছেন। তিনি জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার তেল, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ প্যাকেট নুডুলস ও ২ করে কম্বল দেওয়া হয়।##