খােলাবাজার ২৪,রবিবার,৮সেপ্টেম্বর,২০১৯ঃপিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর সদর উপজেলার সেই ৭৪ নং মধ্য নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খানমের অপকর্মের প্রতিবাদ ও বিচার দাবীতে এবার মানববন্ধন করেছে হ্মুব্ধ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। আজ রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এ সময় অন্যান্যদের মদ্যে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম শেখ, অভিভাবক সাইফুল ইসলাম লাভলু, সেন্টু সেখ, খাদিজা বেগম, জাহানারা বেগম সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ দিকে প্রধান শিক্ষক নার্গিস খানম জানান, তার বিরুদ্ধেযে সকল অভিযোগে এনে মানববন্ধন করা হয়েছে তা সবই মিথ্যা। স্থানীয় কয়েকজন ব্যক্তি ব্যক্তিগত শক্রতার কারণেই শিক্ষার্থীদের দিয়ে এ কাজ করিয়েছে।
উল্লেখ্য গতকাল শনিবার প্রধান শিক্ষক শিক্ষক নার্গিস খানমের অপকর্মের প্রতিবাদ জানিয়ে ক্লাশ বর্জণ করে ছিল কোমল মতি শিশু শিক্ষার্থীরা।