রাজধানীর সেতু ভবনে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে একথা বলেন তিনি।
পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য কোরিয়ার এক্সপ্রেস ওয়ে সার্ভিসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সেতু কর্তৃপক্ষ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি শেষে ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ আন্দোলনের ভয় পায় না। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জবাব দেয়া হবে।