
খােলাবাজার ২৪,শনিবার,১৪সেপ্টেম্বর,২০১৯ঃ মাদারীপুরের শিবচরে এবার ডেঙ্গু জ্বরে প্রাণ হারালেন উমেদপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মো. সেলিম মাতুব্বর (৩৫)। শুক্রবার রাতে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সেলিম মাতুব্বর উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়ের কান্দি গ্রামের লাল মিয়া মাতুব্বরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জ্বরে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার তিনি শিবচরের একটি বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করান। রক্তে ডেঙ্গু জ্বরের লক্ষণ বুঝে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ওই দিন তাকে ঢাকায় পাঠিয়ে দেন। পরে অবস্থার অবনিত হলে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে রাখা হয়। শুক্রবার রাত ৮টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ শনিবার বাদ জোহর তার গ্রামের বাড়ি উমেদপুরের রামরায়ের কান্দিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
মোঃ সেলিম মাতুব্বরের অকাল মৃত্যুতে উপজেলা যুবলীগসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।