Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,মঙ্গলবার,১৭সেপ্টেম্বর,২০১৯ঃ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনী সমাবেশে বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।

তবে, প্রেসিডেন্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পারওয়ান প্রদেশে একটি প্রচারণা সমাবেশের কাছে এ হামলার ঘটনা ঘটে।

প্রদেশীয় হাসপাতালের প্রধান কাসিম সাঙ্গিন জানান, হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ব্যবহৃত বোমাটি ছিল এক ধরণের হ্যান্ড গ্রেনেড। এটি সমাবেশস্থলের প্রবেশপথে একটি পুলিশের গাড়িতে লাগানো ছিল।