
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,২৬সেপ্টেম্বর,২০১৯ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ ফল প্রকাশ করা হয়।
এতে উত্তীর্ণ হয়েছেন ৪৩৬২ জন। পাসের হার ১৫.৪৯ শতাংশ। এর আগে গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর প্রথমবারের মতো এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়।