
বিয়ের জন্য তার পরিবার পাত্রও দেখা শুরু করেছে। এ বিষয়ে অপু বলেন, ‘পরিবার থেকে পাত্র দেখছে। তারা চায় আমি সংসার করি। এখন পরিবার অবশ্যই আমার ভালো চাইবে। তাই তারা যেহেতু চায়, সেহেতু আমিও চাই।’
একবার নিজের পছন্দে শাকিবকে বিয়ে করেছি, তবে এখন পরিবারকেই প্রাধান্য দিতে চাই।
তিনি আরো বলেন, ‘আমার বাবা নেই। মা-ই একমাত্র অভিভাবক। তিনিই পাত্র নির্বাচন করবেন। এবার মায়ের পছন্দই আমার পছন্দ।’