Sat. Oct 25th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,৩০সেপ্টেম্বর,২০১৯ঃআব্দুল আউয়াল,বানারীপাড়াঃ বানারীপাড়ায “কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” শ্লোগান নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৯ পালন করা হয়্। উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আরোচনা সভার আয়োজন করে। দিবসটি পালন উপলক্ষে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোটনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালযের প্রধান শিকাষক আবু বকার সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ। স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফায়জুন্নেছা খানম, প্রেস ক্লাব সভাপতি এস মিজানুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাকসুদা খানম, মহিলা বিষয়ক সহকারী খাদিজা বেগম, প্রশিক্ষক নওরিন আক্তার, শিক্ষার্থী মৃদুলা মীম প্রমূখ