Sat. Oct 25th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার,১ অক্টোবর, ২০১৯ঃজুনিয়র চেম্বারইন্টারন্যাশনাল (জেসিআই) এর ঢাকা এন্ট্রপ্রেনার চ্যাপ্টারে ২০২০ সালের এর জন্য গঠিত নতুন কমিটিতে অন্যতম পরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব চৌধুরী সাইফান আবি রহৃদয়।
তিনি বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী বানিজ্যিক ব্যাংক ইউসিবি তে কর্মরত রয়েছেন। তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি পেশাগত জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যানমূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। জুনিয়র চেম্বারইন্টারন্যাশনাল (জেসিআই) এর ঢাকা এন্ট্রপ্রেনার চ্যাপ্টারে পরিচালক হিসাবে তাঁর যোগদান নিঃসন্দেহে প্রতিষ্ঠানটির কর্মকান্ডকে আরো বেগবান করবে।