Sat. Oct 25th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,রবিবার,১৩অক্টোবর,২০১৯ঃ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । দলীয় চেয়ারপার্সনের জীবনহানীর শংকা করছেন তিনি ।
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  রুহুল কবির রিজভী অভিযোগ করেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসায় দেড় বছরের বেশি সময় ধরে বেগম খালেদা জিয়া বন্দি। সরকারই পরিকল্পিতভাবে খালেদা জিয়ার জীবননাশের ষড়যন্ত্র বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে এই মুহূর্তে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী । তিনি জানান, ভারতের সাথে চুক্তি ও আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনা থেকে দৃষ্টি অন্যদিকে ফেরাতে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হাফিজের মুক্তি দাবি করেন বিএনপি এ সিনিয়র যুগ্ম মহাসচিব ।