Sat. Oct 25th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,১৪অক্টোবর,২০১৯ঃবানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রামের মৃত আব্দুল হাকিম বেপারীর ছেলে মানষিক প্রতিবন্ধি মোঃ রফিক বেপারী(৫০)কে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের শাহে আলম ডাকুয়ার ছেলে আবুল ডাকুয়ার বিরুদ্ধে। আহত মানসিক প্রতিবন্ধি রফিকের স্ত্রী জানান দীর্ঘদিন ধরে তার স্বামী মানসিক প্রতিবন্ধি থাকায় সন্তানদের ভরনপোষনের জন্য ভাইদের কাছে ঢাকায় গিয়ে থাকেন। সেখানে কাজ করে সন্তানদের ভরনপোষন ও স্বামীর জন্য বাড়ীতে খরচ পাঠান। গ্রামের বাড়ীর কুড়ে ঘরে কোন ভাবে জীবন যাপন করেন রফিক। গত ৪ অক্টোবর রাত তিনটায় মানসিক প্রতিবন্ধি রফিক বাহিরে বের হয়ে ডাক চিৎকার করলে আবুল ডাকুয়া সহ চার পাচজনে ক্ষিপ্ত হয়ে এলোপাথারী তাকে পেটাতে থাকে। এক পর্যায় রফিকের বাম হাত ভেঙ্গে ঝুলে দেয়।এ অবস্থায় জীর্ন ঘরে অর্থের অভাবে অনাহারে বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছেন অসহায় প্রতিবন্ধি রফিক। এলাকাবাসী জানান একজন পাগলকে এভাবে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়া উচিৎ হয়নি। এদিকে রফিকের স্ত্রী ওই এলাকার ইউপি সদস্য আমির হোসেনের কাছে বিচারের দাবী নিয়ে গেলে কোন সু-বিচার পাননি বলে জানান।