Sat. Oct 25th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,১৪অক্টোবর,২০১৯ঃ অর্থনীতির উন্নয়নের মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচনে অবদান রাখার স্বরূপ অর্থনীতিতে নোবেল পেয়েছেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরো দুইজন অর্থনীতিতে নোবেল পেয়েছেন। তারা হলো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ফসারি নাগরিক এসথার ডাফলো ও মার্কিন নাগরিক মিশেল ক্রেমার।

সম্মানী হিসেবে তাদের ১১ লাখ মার্কিন ডলারও দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময় সোমবার (১৪) বিকেল সাড়ে ৩টায় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।

অভিজিৎ ব্যানার্জি ১৯৬১ সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। সাউথ পয়েন্ট ও প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন তিনি। যেখান থেকে ১৯৮১ সালে অর্থনীতিতে বিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ১৯৮৩ সালে দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি সম্পন্ন করেন।

১৯৮৮ সালে অর্থনীতিতে পিএইচডি করার জন্য হার্ভার্ডে ভর্তি হন। ৫৮ বছর বয়সী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পিএইচডি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। আমেরিকায় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে অর্থনীতির অধ্যাপক তিনি।