Sat. Oct 25th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,মঙ্গলবার,১৫অক্টোবর,২০১৯ঃ ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন সু জিতেছেন ফুটবল রাজপুত্র লিওনেল মেসি। গত মৌসুমে সবচেয়ে বেশি গোলের মালিক হয়ে এই পুরস্কার জিতেছেন তিনি। তবে পুরস্কার হাতে পাননি তিনি। আগামীকাল বুধবার বার্সেলোনার অ্যান্টিগো ফেব্রিকা অ্যাস্ট্রেলা দামে বার্সা সুপারস্টারের হাতে গোল্ডেন সু তুলে দেয়া হবে।

এ নিয়ে টানা তিন মৌসুমে গোল্ডেন সু জিতলেন মেসি। এর আগেও টানা তিনবার ২০০৯/২০১০, ২০১১/২০১২ এবং ২০১২/২০১৩ এই পুরস্কার জিতেন তিনি।

 

এরপর ২০১৬/২০১৭, ২০১৭/২০১৮ এবং এবার ২০১৮/২০১৯ মৌসুমে ৩৬ গোল করে গোল্ডেন সু’র মালিক হচ্ছেন মেসি। এই পুরস্কার সবেচয়ে বেশি ঘরে তুলেছেন তিনিই।

আরো একটি মজার তথ্য হলো, গোল্ডেন সু চার মৌসুম ধরেই বার্সেলোনার খেলোয়াড়রা জিতছেন। মেসি ছাড়াও লুইস সুয়ারেজ এই পুরস্কার জিতেছেন। সেটা ২০১৫/২০১৬ মৌসুমে।

মেসির পরিবার এবং বন্ধুরা কালকের এই অনুষ্ঠানে যোগ দিবেন। এবং তাকে শুভেচ্ছা জানাবেন।

উল্লেখ্য, গোল্ডেন সু’র জেতার তালিকায় মেসি ছাড়াও ছিলেন পিএসজি’র কাইলান এমবাপে। দ্বিতীয় স্থানে ছিলেন এই তরুণ।