পুলিশ জানিয়েছে, ভববনটির দেখাশোনার দায়িত্বে থাকা আলি রাজা বিদ্যুতের কাজের জন্য মোহম্মদকে নিয়োগ করে। কাজ শেষ করে যখন প্রাপ্য মজুরি চাইতে যান তিনি, পরে আসতে বলে আলি। এরপরে একাধিকবার চাওয়া সত্ত্বেও বিভিন্ন অজুহাত দেখাচ্ছিল সে। মোহম্মদও প্রতিদিন তাগাদা দিতে থাকেন। শেষে বিরক্ত হয়ে পোষা সিংহকে মোহম্মদের সামনে ছেড়ে দেয় আলি। সিংহের আক্রমণে মোহম্মদ আর্তনাদ করতে থাকলে আশপাশের কিছু লোক ছুটে আসেন। তারাই উদ্ধার করেন তাকে।পুলিশ জানায়, এ ঘটনার পরে মোহম্মদের কাছে ক্ষমা চেয়ে নেয় আলি। কথা দেয়, চিকিৎসার খরচ ও সেই সঙ্গে কিছু ক্ষতিপূরণও দেবে সে। কিন্তু এবারেও যথারীতি ঘোরাতে থাকে আলি। শেষে আলির বিরুদ্ধে এফআইআর করেন মোহম্মদ।


খােলাবাজার ২৪,শুক্রবার,১৮অক্টোবর,২০১৯ঃ 