Sat. Oct 25th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,২১অক্টোবর,২০১৯ঃ ভারতের কর্নাটকের ভাগথ পিইউ কলেজে প্রথম বর্ষের রসায়নের পরীক্ষা দিতে এসে ছাত্র-ছাত্রীরা জানতে পারে, তাদের মাথায় কাগজের বাক্স পরে পরীক্ষা দিতে হবে। শুনে প্রথমে চমকে উঠেছিলেন ছাত্র-ছাত্রীরা। চোখের কাছে দুটো ফুটো করে দেয়া হয়েছিল প্রতিটি বাক্সে। সে দিক দিয়ে দেখে তারা পরীক্ষা দেয়। কলেজের নির্দেশ মেনেও নিয়েছিল পরীক্ষার্থীরা। মূলত, নকল থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে এভাবে ঢেকে দেয়া হয় মাথা।
জানা গেছে, বিষয়টি নিয়ে পরীক্ষা চলার সময় হাসির রোল পড়ে যায়। কেউ একজন সে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও দেয়। ভারতীয় গণমাধ্যম বলছে, আগে থেকেই নাকি নকল রুখতে না পারা নিয়ে উদ্বিগ্ন ছিল কলেজ কর্তৃপক্ষ।

কর্নাটকে কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত হাস্যরসের জন্ম দিলেও অনেকেই এটিকে আবার অমানবিক হিসেবেও আখ্যা দিয়েছেন।