Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,২৩অক্টোবর,২০১৯ঃ ক্রিকেটারদের জন্য আলোচনার দরজা খোলা বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। কিন্তু ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দিচ্ছেন না। বুধবার (২৩ অক্টোবর) বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন আলোচনার উন্মুক্ত দুয়ারের কথা তুলে ধরেন। এমনকি তিনি সময়ও বেঁধে দেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশে বিসিবির সিইও খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালান। তিনি ওপেনার তামিমের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। তামিম জানিয়েছেন, সতীর্থদের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

তবে সিইও আশ্বাস দিয়েছেন, আজ বিকেল ৫টার দিকে বোর্ডের সঙ্গে আলোচনায় বসার জোর সম্ভাবনা রয়েছে।

গত ২১ অক্টোবর, সোমবার সাকিব আল হাসানের নেতৃত্বে ১১ দফা দাবি পেশ করে ধর্মঘটে যান দেশের দেশের প্রথম সারির ক্রিকেটাররা। সেখানে প্রায় সব পরিচিত মুখের উপস্থিতির মধ্যে ছিলেন না কেবল ওয়ানডে অধিনায়ক মাশরাফী। যা অনেকের মনেই নানা প্রশ্নের জন্ম দেয়।

এদিকে গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ধর্মঘট ডেকে ক্রিকেটকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাকে ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেন।