Sat. Oct 25th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,২৮অক্টোবর,২০১৯ঃ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল নিড অ্যাসেসমেন্ট’ শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ২৪ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ ফজলুল করিম সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহিম দুয়ারী, ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন শাখার বিনিয়োগ বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফজলুল করিম বলেন, বিনিয়োগ গ্রাহকদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট এনালাইসিস খুবই গুরুত্ব¡পূর্ণ বিষয়। একটি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচক বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক অবস্থান সম্পর্কে ধারনা পাওয়া যায়। বিশেষ করে কর্পোরেট বিনিয়োগ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি ভালোভাবে বুঝে বিনিয়োগ করতে হবে।