Tue. Oct 21st, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার,০৬নভেম্বর,২০১৯ঃ গত ০৬ নভেম্বর ২০১৯ তারিখে চট্টগ্রামে সাউথইস্ট ব্যাংক এর প্রায়োরিটি ব্যাংকিং সেবা “এস্টিম” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন চট্টগ্রামে প্রায়োরিটি ব্যাংকিং সেবা “এস্টিম” এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।

এছাড়াও অনুষ্ঠানে, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

“এস্টিম” এর মূল লক্ষ্য হলো ব্যাংকের গ্রাহকদের সকল প্রকার ব্যাংকিং সেবা অগ্রাধিকার ভিত্তিতে তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া। গ্রাহকদের চাহিদা অনুযায়ী ব্যাংকিং সেবার পাশাপাশি আরো অনেক ধরণের আকর্ষণীয় সুবিধা ও সেবার সমন্বয়ে সাজানো হয়েছে সাউথইস্ট ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং সেবা “এস্টিম” ।