Mon. Oct 20th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,০৭নভেম্বর,২০১৯ঃ কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য বেড়েই চলছে পৃথিবীর ফুসফুস খ্যাত রেইনফরেস্ট আমাজনে। উজাড় হয়ে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ এই রেইনফরেস্ট। কাঠ পাচারকারীদের ক্ষমতা দিন দিন বেড়েই চলছে। সশস্ত্র এই সংগঠনগুলো ছাড়িয়ে গেছে ব্রাজিল সীমানায়ও।

কোটি কোটি টাকার লাভজনক কাঠ ব্যবসার জন্য যে কোনও কিছু করতে প্রস্তুত পাচারকারীরা। দাবানলের অধিকাংশ আগুনই তাদের লাগানো। এমনকি মানুষকে খুন করতেও দ্বিধা নেই পাচারকারীদের। তাদের হাতে নিহত হচ্ছে আমাজন রক্ষার জন্য কাজ করে যাওয়া আদিবাসীরা।

তবুও আমাজন রক্ষায় কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংস্থা। তবে পাচারকারী এসব মাফিয়াদের তুলনায় তাদের শক্তি নগণ্য। সরকারের পক্ষ থেকে মাফিয়াদের দমনে বিভিন্ন ব্যবস্থা নেয়া হলেও কমছে না তাদের দৌরাত্ম্য। অনেকের অভিযোগ সরকারী সংস্থার সদস্যরা মাফিয়াদের সঙ্গে জড়িত।

আমাজন রক্ষায় যারাই কাজ করতে যাচ্ছেন তারাই পাচ্ছেন হত্যার হুমকি। সম্প্রতি একজন নিহতও হয়েছেন। গেল এক দশকে পাচারকারীদের হামলায় নিহত হয়েছেন তিন শতাধিক বনরক্ষা কর্মী। এর মধ্যে ২০১৫ সালের পর থেকে প্রাণ হারিয়েছে ২৮ জন।