Sat. Oct 25th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,১৮নভেম্বর,২০১৯ঃ গত ১৭ই নভেম্বর ২০১৯ তারিখে সাউথ আফ্রিকার কেপটাউন এর রাইলেন্ডস-এ সাউথইস্ট ব্যাংক লিমিটেডের স¤পূর্ণ মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজ “সাউথইস্ট এক্সচেঞ্জ কোম্পানী (সাউথ আফ্রিকা) পি টি ওয়াই লিমিটেড” এর দ্বিতীয় শাখা “কেপটাউন শাখার” উদ্বোধন করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাউথইস্ট এক্সচেঞ্জ কোম্পানী (সাউথ আফ্রিকা) পি টি ওয়াই লিমিটেড এর পরিচালক এম. কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে কেপটাউনে বসবাসরত গণ্যমান্য বাংলাদেশী সহ স্থানীয় কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের স¤পূর্ণ মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজ “সাউথইস্ট এক্সচেঞ্জ কো¤পানী (সাউথ আফ্রিকা) পি টি ওয়াই লিমিটেড” ২০১৪ সালে সাউথ আফ্রিকার জোহানেসবার্গ এ কার্যক্রম শুরু করে।