Mon. Oct 20th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,২৪নভেম্বর,২০১৯ঃ মঞ্চ তৈরির অনুমতি পায়নি বিএনপি। তাই ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ চলছে। বিএনপির শীর্ষ নেতারা ট্রাকের উপর থেকে বকতৃতা দিয়ে যাচ্ছেন।

সমাবেশের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে সমাবেশ ফকিরাপুল থেকে কাকরাইল মোড় ছাড়িয়েছে।

সমাবেশের শুরুতে বক্তৃতায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আজকের সমাবেশকে পন্ড করতে সরকার অনেক ভাবেই ষড়যন্ত্র করছে কিন্তু পারেনি।

এছাড়াও উপস্থিত নেতারা বলেন, দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার পর পুলিশ ইচ্ছাকৃতভাবে ভাবে পল্টন, মতিঝিল, শাহবাগ হয়ে ৮ নাম্বার বাসসহ যে বাস গুলো চলাচল করে সেগুলো বিএনপি অফিসের সামনে দিয়ে চলাচল করতে বাধ্য করছেন। এছাড়া রাজারবাগ মালিবাগ হয়ে যে বাসগুলো চলাচল করে সেগুলোও পল্টন অফিসের সামনে দিয়ে চলাচল করানো হচ্ছে।