Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,২৫নভেম্বর,২০১৯ঃ ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। সোমবার (২৫ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা শুরু হয়।

মেলার শুরুতে কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশিমুল বারির সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাশরুর প্রমুখ।

৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১৬ স্টল রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের। স্টলগুলোতে বিজ্ঞান বিষয়ের বিভিন্ন জিনিস প্রদর্শন করছেন শিক্ষার্থীরা।