Mon. Oct 20th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,২৫নভেম্বর,২০১৯ঃ যুক্তরাষ্ট্রে একটি কমিক্স বই বিক্রি হয়েছে ১২ লাখ ৬০ হাজার ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা। বইটি ১৯৩৯ সালে ‘টাইমলি কমিক্স’ প্রকাশ করেছিল, পরে যা ‘মার্ভেল’ হয়ে ওঠে। সম্প্রতি বইটি নিলামে বিক্রি হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা মারভেল কমিক্স এমনটিই জানিয়েছে। অকশন হাউসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এড জাস্টার বলেন, এটি ঐতিহাসিক কমিক বাইয়ের ঐতিহাসিক কপি, যা ১৯৩৯ সালে ‘টাইমলি কমিক্স’ প্রকাশ করেছিল, পরে যা ‘মার্ভেল’ হয়ে ওঠে।

মার্ভেল কমিক্সের প্রথম সংখ্যাটি ১৯৩৯ সালে ১০ সেন্টে বিক্রি হয়েছিল। যা বাংলাদশি মুদ্রায় মাত্র ১০ টাকার সমান।

১৯৬০-এর দশকে চিত্রনাট্যকার স্টান লির পরিচালনায় মার্ভেল এমন সুপারহিরো তৈরি করেছিল, যা আজ আইকনিক হয়ে উঠেছে এবং চলচ্চিত্রে সেসব চরিত্র গ্রহণ করায় বিশ্বব্যাপী তা বক্স অফিস দারুণ হিট।