Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,২৮নভেম্বর,২০১৯ঃকুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে যাত্রা শুরু করলো মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘বিশ্বাস ইলেকট্রনিক্স’। পোড়াদহ বাজারে অবস্থিত ওই শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি এবং নানা ধরনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস পণ্যসামগ্রী।
২৭ নভেম্বর, ২০১৯ (বুধবার) আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটি যাত্রা শুরু করে। ফিতা কেটে উদ্বোধন করেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি এবং চিত্রনায়ক সায়মন সাদিক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, মো. হুমায়ুন কবীর, ডেপুটি ডিরেক্টর মিরাজুল হক, পোড়াদহ বাজার কমিটির সাধারণ সম্পাদক নাসিম সাইগল মুন্না, সহ-সাধারণ সম্পাদক ববি বিশ্বাস এবং ‘বিশ্বাস ইলেকট্রনিক্স’ এর স্বত্ত্বাধিকারী হাসিবুর রহমান তুহিন বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়ক সাইমন বলেন, “ওয়ালটন পণ্য দামে যেমন সাশ্রয়ী, মানেও সেরা। সবধরণের ক্রেতার আয়ত্তের মধ্যে দাম থাকায় এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করায় ক্রেতা পছন্দের শীর্ষে অবস্থান করছে ওয়ালটন। দেশে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা পূরণ করে বিদেশেও পণ্য রপ্তানি করছে প্রতিষ্ঠানটি। নতুন এই শোরুমের কারণে এখানকার ক্রেতারা অতিসহজেই ওয়ালটন পণ্য কিনতে পারবেন।”