খােলাবাজার২৪, শুক্রবার, ০৬ডিসেম্বর ২০১৯ঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পেছনে বিএনপির উস্কানি, ইন্ধন ও মদদ রয়েছে। আদালতে বিএনপির ঔদ্ধত্যপূর্ণ আচরণ ক্ষমার অযোগ্য বলেও মন্তব্য তার। ২১ তম জাতীয় সম্মেলন উপলক্ষে দলের ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত হয় দপ্তর উপ-কমিটির সভা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ১৫ ডিসেম্বরের মধ্যে জেলার কাউন্সিলরদের তালিকা কেন্দ্রে পাঠাতে হবে। বলেন, বেগম খালেদা জিয়ার মামলা রাজনৈতিক নয়। এরপরও তার জামিন নিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পেছনে ইন্ধনদাতাদের চিহ্নিত করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রীর কাজের মূল্যায়ন প্রধানমন্ত্রীই ভাল জানেন বলেও মন্তব্য তার।