খােলাবাজার২৪,মঙ্গলবার,১০ডিসেম্বর,২০১৯ঃ স্ট্যান্ডার্ড ব্যাংকের তোপখানা রোড শাখার ইসলামি ব্যাংকিং উইন্ডো-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ১০ ডিসেম্বর২০১৯ তারিখে রাজধানী ঢাকার ৩৬ তোপখানা রোডে (৩য় তলা) ব্যাংকের সম্মানিত ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃতারিকুল আজমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব কাজী খুররম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কার্যালয়ের কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোতালেব হোসেন, ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্মানিত সিইও জনাব মোঃ হেমায়েত উল্যাহ, স্ট্যান্ডার্ড ব্যাংকের এসভিপি ও তোপখানা রোড শাখার ম্যানেজার জনাব প্রবীর কুমার ভৌমিক, ভিপি ও ইসলামিক ব্যাংকিং উইং এর প্রধান জনাব মোঃফরহাদ হোসেন, ভিপি ও সিস্টেম অ্যান্ড অপারেশন ডিভিশনের প্রধান মেজর মোঃসাইফুল ইসলাম (অবঃ), এসএভিপি ও ইসলামী ব্যাংকিং উইন্ডো, তোপখানা রোড শাখার ম্যানেজার জনাব মোঃ শাহ জালাল খান মজলিশ সহ স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।