খােলাবাজার২৪,শনিবার,২১ডিসেম্বর,২০১৯ঃ নবমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পদ অলঙ্কৃত করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দ্বিতীয় বারের মতো ওবায়দুল কাদের এসেছেন সাধারণ সম্পাদক পদে।
অনেককে নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীই বহাল থাকলেন সাধারণ সম্পাদক পদে।
এবার উপদেষ্টা পরিষদ ৪১ থেকে ৫১ করা হয়েছে।
এছাড়া এখন পর্যন্ত নতুন করে তিনজন প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়েছেন। তারা হলেন, জাহাঙ্গির কবির নানক, শাহজাহান খান ও আব্দুর রহমান।
পুরনোদের মধ্যে প্রেসিডিয়ামে রয়ে গেছেন, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্ল্যাহ, ড. আবদুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, কর্নেল (অব) ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মতিন খসরু, আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ, পীযুষ কান্তি ভট্টাচার্য ও আবদুল মান্নান।
- যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুবুল আলম হানিফ, ডা. দীপু মনি, বাহা উদ্দিন নাসিম ও ড. হাছান মাহমুদ।
- সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন, মির্জা আজম, আহমদ হোসেন, এম এম কামাল, বিএম মোজাম্মেল হক, আবু সাইদ আল মাহমুদ স্বপন।
- দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার বিল্পব বড়ুয়া,আইন বিষয়ক সম্পাদক- হয়েছেন নাজিবুল্লাহ হিরু।
- প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
- মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।
- মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্দি দাস।
- কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। যুব ও ক্রীড়া সম্পাদক- হারুনুর রশীদ।
- ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পদাক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শামীম আহমেদ।
- বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন।
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের দুই গুরুত্বপূর্ণ পদে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্বাচিত হলেন।
সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করলেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সমর্থন করলেন পীযুষ ভট্টাচার্য। দুইজনেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।
প্রতিষ্ঠা লাভের পর থেকে এখন পর্যন্ত ২০টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের। এখন পর্যন্ত সভাপতি হয়েছেন সাতজন। এর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী তিনবার করে সভাপতি নির্বাচিত হয়েছেন।
বর্তমান সভাপতি শেখ হাসিনা সর্বোচ্চ নয়বার, আবদুর রশীদ তর্কবাগীশ দুইবার এবং এ এইচ এম কামারুজ্জামান ও আবদুল মালেক উকিল একবার করে সভাপতি নির্বাচিত হয়েছেন।
আর সৈয়দা জোহরা তাজউদ্দিন একবার নির্বাচিত হয়েছেন দলের আহ্বায়ক।