Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,রবিবার,২২ডিসেম্বর,২০১৯ঃ সৌদি আরবের জেদ্দায় তিন দিনব্যাপী “জেদ্দা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ২০১৯”-এ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্যাভিলিয়ন উদ্বোধন করেন জেদ্দা চেম্বারের ডেপুটি চেয়ারম্যান খালাফ হোসেন আল ওতাইবি। অনুষ্ঠানে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার ড. মোহাম্মদ আবুল হাসান, ইসলামী ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম. মাহবুব মোর্শেদ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এহসানুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার নুরুল আবছার এবং কর্মকর্তা রমজান আলীসহ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ও সৌদিস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত এ মেলায় বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

সৌদি আরবে অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাদেশী প্রবাসী, জেদ্দার বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ ও শিক্ষার্থী ইসলামী ব্যাংকের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। মেলায় ইসলামী ব্যাংকের প্রতিনিধিদল বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে প্রবাসীদের উৎসাহিত করতে ক্যা¤েপইন পরিচালনা করেন। এছাড়া প্রবাসী বাংলাদেশীদের জন্য ইসলামী ব্যাংকের সেবা বিষয়ে দর্শনার্থীদের অবগত করা হয়। দেশে রেমিট্যান্স আহরণে ইসলামী ব্যাংকের সেবামূলক কার্যক্রমে দর্শনার্থীগণ সন্তোষ প্রকাশ করেন।