Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,সোমবার,২৩ডিসেম্বর,২০১৯ঃপাসওয়ার্ড দেয়া ফোন খুলে যাচ্ছে হাত না লাগিয়েই। এমন কোনো প্রযুক্তি জানা আছে আপনার? জানা না থাকলে দেখে নিন এই তরুণীর ‘প্রযুক্তি’। হাত না লাগিয়ে তার এই ফোন আনলক করার ভিডিও ভাইরাল এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওটি মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের সব থেকে পুরনো শহর সাভানার একটি রেস্টুরেন্টে করা হয়েছে। ওই তরুণীর নাম জেসিকা বার্নিয়ার। ১৯ বছর বয়সী ওই তরুণী এক অভিনব কায়দায় খুলে ফেলছেন ফোনের পাসওয়ার্ড দেওয়া লক।

ভিডিওতে দেখা যাচ্ছে, জেসিকা টেবিলে রাখা ফোনের কাছে মুখ নিয়ে যাচ্ছেন। মাত্র কয়েক ইঞ্চি উপর থেকে টাচ ফোনের কি প্যাডে নিজের থুতু দিচ্ছেন। একটি সংখ্যায় তা টাচ করার পর আবার সেই থুতু মুখে টেনে নিচ্ছেন।

একই কায়দায় পরের সংখ্যায় থুতু দিয়ে টাচ করছেন। একে একে মোট ছয় বার কি প্যাডের সংখ্যায় টাচ করেন এভাবে থুতু দিয়েই। আর তাতেই খুলে যাচ্ছে ফোনের লক।