Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বুধবার,২৫ডিসেম্বর,২০১৯ঃ ২০১৯ সালে গুগলে বাংলাদেশের মানুষ বেশি খুঁজেছে বা তাদের কাছে আলোচিত ছিল খেলা-সংক্রান্ত সবকিছু। এর মাঝে জায়গা করে নিয়েছেন জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীর।

২২ আগস্ট জামালপুরের তৎকালীন ডিসি আহমেদ কবীর ও তার অফিস সহায়কের সঙ্গে ঘনিষ্ঠতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট ডিসিকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

২০১৯ সালে সার্চ জায়ান্ট গুগল ট্রেন্ডসে বাংলাদেশে শীর্ষদের মধ্যে রয়েছে জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীর।

যদিও সার্চ ট্রেন্ড তাদের ক্যাটাগরিতে ‘সার্চেস’, ‘পিপল’ ‘নিউজ’ ‘অভিনেতা’, ‘খেলোয়াড়’, ‘টিভি শো’সহ আরো অনেক ক্যাটাগরি রয়েছে।

তবে ২০১৯ সালের বাংলাদেশের সার্চ ট্রেন্ড বা সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এই তালিকাটি ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘নিউজ’—এই তিনটি ক্যাটাগরিতে প্রকাশ করেছে গুগল।

গুগলের ‘সার্চ ট্রেন্ড’ বলছে, ২০১৯ সালে বাংলাদেশ থেকে গুগলে ‘নিউজ’ বিভাগে সার্চে শীর্ষ ৫টি বিষয় হলো— শিক্ষা বোর্ডের ফলাফল, সাইক্লোন ফনি, সাইক্লোন বুলবুল, ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং জামালপুরের ডিসি। সাধারণ ‘সার্চ’ বিভাগে প্রথম চারটি হলো ক্রিকেট বিষয়ক এবং পঞ্চমটি কোপা আমেরিকা।

গুগলের ‘সার্চ ট্রেন্ড’ অনুযায়ী ২০১৯ সালে বাংলাদেশ থেকে গুগলে সবচেয়ে বেশিবার সার্চ বা খোঁজা হয়েছে ‘পিপল’ ক্যাটাগরিতে এমন ব্যক্তিদের মধ্যে প্রথম তিনটি নামই ক্রিকেটারের। তারা হলেন—সাকিব আল হাসান, মোহাম্মদ নাইম ও আফিফ হোসেন।

চতুর্থ নম্বরে আছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান।

পাঁচে আছেন ‘শামজ ভাই’ নামক গায়ক। বিশ্বে এ বছর ব্যবহারকারীরা গুগলে সবচেয়ে বেশি সার্চ করেছেন- রাগবি ওয়ার্ল্ড কাপ, হোয়াট ইজ এরিয়া ৫১, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, গেম অব থ্রোনস।

উল্লেখ্য, গুগলে সারা বছরের অনুসন্ধানের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়েছে।