খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৬ডিসেম্বর,২০১৯ঃপিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে মৌলিক সাক্ষরতা প্রকল্প বাস্তবায়নের লক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষক সুপার ভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষন শুরু হয়েছে। বেসরকারী উন্নয় সংস্থা রুপসী বাংলা সোসাইটির বাস্তবায়নে ২৬ডিসেম্বর বৃহষ্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মাদ আল মুজাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যডঃ এম মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক পিরোজপুর জেলা উপ পরিচালক সুবিমল চন্দ্র হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন।
এসময় উপস্থিত ছিলেন রুপসী বাংলার পরিচালক আজাদ হোসেন বাচ্ছু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ছগীর, সিনিয়র সাংবাদিক এইচ এম ফারুক হেসেন, খান মুহাঃ মনিরুজ্জামান প্রমুখ।