খােলাবাজার২৪,শনিবার,২৮ডিসেম্বর,২০১৯ঃ বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানে জেএসডির ত্রি-বার্ষিক কাউন্সিল ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন বিএনপি মহাসচিব।
ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা সংবিধানের যে শাসনতন্ত্র চিন্তা করেছিলাম, সে চেতনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে একেবারে স্বৈরতান্ত্রিক, একনায়কতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সরকার। এ দেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতার পরিবর্তন চায়, করে এসেছে, আজকে সেই নিবার্চন ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিয়েছে তারা। আজকে এ নির্বাচন কমিশনের একজন বলছে, এ নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার যোগ্য নয়। কিন্তু তারা নির্বাচন দিচ্ছে, একটার পর একটা। এটাই তাদের চরিত্র।
ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা সংবিধানের যে শাসনতন্ত্র চিন্তা করেছিলাম, সে চেতনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে একেবারে স্বৈরতান্ত্রিক, একনায়কতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সরকার। এ দেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতার পরিবর্তন চায়, করে এসেছে, আজকে সেই নিবার্চন ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিয়েছে তারা। আজকে এ নির্বাচন কমিশনের একজন বলছে, এ নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার যোগ্য নয়। কিন্তু তারা নির্বাচন দিচ্ছে, একটার পর একটা। এটাই তাদের চরিত্র।