

শনিবার সকাল ১০.৩০ মিনিটে মোংলার কলেজ মোড় থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে মোংলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সার্ভিস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন এর সভাপতিত্বে শহীদ মিনার চত্বরের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদ এর সদস্য,বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, মোংলার সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান জসিম,ইতালী প্রবাসী কমিউনিটির নেতা মোঃ বশির আহমেদ, আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন মিলন,সার্ভিস বাংলাদেশ’র উপদেস্টা সরদার আব্দুল হান্নান,আবু বকর ছিদ্দিক,খন্দকার তুরানুজ্জামান, আলহাজ্ব এমদাদুল হক,সার্ভিস বাংলাদেশ’র মহাসচিব ডাঃ মহিদুল ইসলাম মেজবা,সহ-সভাপতি ফরহাদ হোসেন,আল আমিন,যুগ্ন মহাসচিব আব্দুর রউফ,আব্দুল জব্বার, বায়জিদ হোসেন সহ সংগঠন এর সদস্যবৃন্দ।সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে সম্মাননা,কৃতি শিক্ষার্থী ও কৃতি সদস্যকে সম্মাননা দেয়া হয়।আলোচনা সভা শেষে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।সংগঠনের ১ যুগ পূর্তী উপলক্ষে দুপুরে সদস্যদের ভোজ অনুষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া ও শিক্ষামুলক দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শেষ করা হয়।