Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,মঙ্গলবার,০৭জানুয়ারি ,২০২০ঃ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠানে যোগ দিতে চাইলে অনলাইন নিবন্ধন করতে হবে। তবে সুযোগ পাবে ১০ থেকে ১২ হাজার নাগরিক। ক্ষণগণনা শুরু হবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবাসন দিবস ১০ জানুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন বিকেল ৫টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে এ ক্ষণগণনার উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী বিমান অবতরণ, বিমান থেকে আলোক প্রক্ষেপণ ও তোপধ্বনি, প্রতীকী গার্ড অব অনার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন ও লোগো উন্মোচন হবে।

অনলাইন নিবন্ধন শুরু হয়েছে সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৩টা থেকে। নিবন্ধন করার শেষ সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত।

নিবন্ধন করতে event.mujib100.gov.bd ওয়েবপেইজে গিয়ে নিজের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল ঠিকানা দিতে হবে। এরপর ওয়েবপেইজে দেয়া ইমেইল ঠিকানায় কনফার্মেশন লেটার বা প্রবেশপত্র পাঠানো হবে। অনুষ্ঠানে যেতে এটি প্রিন্ট করে নিয়ে যেতে হবে।

১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন শুরু হবে ১৭ মার্চ।