Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার২৪,মঙ্গলবার,০৭জানুয়ারি ,২০২০ঃ রাজধানীসহ সারাদেশের তাপমাত্রা কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান আবারও খারাপের দিকে যাচ্ছে এবং ক্রমেই তা বেড়েই চলেছে। গতকাল সোমবার দিনের বেশিরভাগ সময় রাজধানীর বায়ুমান ছিল খুবই অস্বাস্থ্যকর।

বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণ অনুযায়ী, রাত পৌনে ৮টায় বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে ঢাকার বাতাস দূষণের দিক থেকে সবচেয়ে খারাপ। যার বায়ুমান ২৪৬। এখনো তা অপরিবর্তিত রয়েছে।

এদিন ঢাকার পরই ছিল ভারতের দিল্লি ও পাকিস্তানের করাচি। তবে মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশকে পেছনে ফেলে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা বায়ু দূষণের শীর্ষে উঠেছে। তবে পাকিস্তান কিছুটা নিচে নেমে গেছে।

চারে চীনের সাংহাই। এরপর পর্যায়ক্রমে নেপালের কাঠমুন্ডু, মঙ্গোলিয়ার উলানবাতার। এরপরই রয়েছে পাকিস্তানের দুই শহর লাহোর ও করাচি। শেষ দুইয়ে ভারতের মুম্বাই ও আফগানিস্তানের কাবুল।

গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল রাজশাহীতে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ১ সেলসিয়াস।