Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বৃহস্পতিবার,০৯জানুয়ারি,২০২০ঃ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক্স শোতে নিজেদের তৈরি বিদ্যুৎচালিত গাড়ি নিয়ে হাজির হয়েছে সনি। প্রতিষ্ঠানটির দেখানো এ গাড়ির নাম জানানো হয়েছে ‘ভিশন এস’।

বিবিসির খবরে বলা হয়েছে, মূলত নিজেদের সেন্সর ও অভ্যন্তরীণ গাড়ির বিনোদন আরও ভালোভাবে দেখাতেই গাড়ির প্রটোটাইপটি নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি। ‘ভিশন এস-এর ড্যাশবোর্ডের দু’পাশে জুড়ে দেয়া হয়েছে ‘আল্ট্রা-ওয়াইড প্যানারমিক’ পর্দা।

গাড়িটি দেখানোর সময় সনির প্রধান নির্বাহী কেনিচিরো ইওশিদা বলেন, গতিশীলতার ভবিষ্যতে আমরা আরও প্রচেষ্টা বাড়াব।

গাড়ির অভ্যন্তরীণ ফিচারের মধ্যে ‘সেন্সিং’ প্রযুক্তি রয়েছে বলে উল্লেখ করেছে বিবিসি। ওই প্রযুক্তি থাকার কারণে গাড়ি মালিক ও ব্যবহারকারীকে চিনতে পারবে ‘ভিশন এস’ গাড়িটি। এতে শুধু হাত নাড়িয়েই বিনোদন সিস্টেম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সব মিলিয়ে গাড়িটিতে ৩৩টি সেন্সর অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে ওই গাড়িটি বাজারে আনা হবে কিনা কিংবা কবে আনা হতে পারে সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।