Mon. Oct 20th, 2025
Advertisements
খােলাবাজার২৪,রবিবার,১২জানুয়ারি,২০২০ঃমোবাইল বা ল্যাপটপে চার্জ না থাকার জন্য প্রায়ই সমস্যায় পড়তে হয়। তবে ইন্টারনেট খোলা থাকলে অথবা গেম খেললে চার্জ তো শেষ হবেই।

কিন্তু আপনি যদি কয়েকটি উপায় অবলম্বন করেন, তবে আপনার মোবাইল বা ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়বে।

অনেকসময় ব্যাটারির আয়ু নির্ভর করে চারপাশের তাপমাত্রার উপর। শূন্য ডিগ্রির নিচে বা ৩৫ ডিগ্রির উপরে তাপমাত্রায় থাকলে ব্যাটারির চার্জ দ্রুত কমে। তাই সরাসরি রোদের মধ্যে মোবাইল রাখবেন না।

মোবাইলে বা ল্যাপটপে বারবার অল্প অল্প করে চার্জে না বসিয়ে একবারে ফুল চার্জ করে নেবেন। ফোন বা ল্যাপটপ ফুল চার্জ হওয়ার পর চার্জার খুলে রাখবেন।

বাজারে অনেক আল্ট্রা ফাস্ট চার্জার পাওয়া যায়, এইসব চার্জার দিয়ে চার্জ করলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়। যে ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন, সেই ব্র্যান্ডেরই চার্জার ব্যবহার করা ভালো; না হলে ব্যাটারির আয়ু দ্রুত কমে যেতে পারে।